ইউনিয়ন ওয়ারি সরকারী কাজী ।
আনুষের বিবাহ/ বিবাহ বিচ্ছেদের জন্য এক জন কাজীর প্রয়োজন
বিবাহ রেজিস্ট্রেশনের পূর্বে পালনীয় পদ্ধতিঃ
১। কোন বিবাহ রেজিস্ট্রেশনের পূর্বে প্রত্যেক নিকাহ রেজিস্ট্রার বিবাহের কার্যকারিতা সম্পর্কে সন্তোষজনিক প্রমাণ লাভের উদেশেয উপস্থিত সংশ্লিষ্ট পক্ষদ্বয়কে পরিক্ষা করিয়া দেখিবেন অ থবা কথিত বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিল এমন দুইজন সাক্ষীকে পরীক্ষা করিয়া দেখিবেন । মহিলাটি পর্দানশিন হইলে তাহার পরিবর্তে তাহার যথাযথভাবে ক্ষমতা প্রাপ্ত উকিলকে পরীক্ষা করিবেন ।
মুসলিম বিবাহ ও তালাক (বিনন্ধন) বিধি, ১৯৭৫
বিধি নং ১০ ইহা একজন নিকাহ রেজিস্ট্রার নিয়োগ করা হইয়াছে এমন যে কোণ ইউনিয়ন পরিষদের এখতিয়ার পরিবর্তন সম্প্রসারণ/ বৃদ্ধি সংকোচন /হ্রাস কিংবা অন্যভাবে যে কোন অংশকে "Uraban area" বা শহর "নগর এলাক" হিসাবে ঘোষনাদানের ব্যাপারে সরকারকে ক্ষমাওতা প্রদান করিয়াছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস